Ajker Patrika

পুলিশ বাবাকে ক্যাপ্টেন মেয়ের স্যালুট, ছবি ভাইরাল

প্রতিনিধি, রংপুর 
পুলিশ বাবাকে ক্যাপ্টেন মেয়ের স্যালুট, ছবি ভাইরাল

বাবা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা–মেয়ে একে অপরকে স্যালুট দেওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের উপ–পরিদর্শক আব্দুস সালাম বর্তমানে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত। তাঁর প্রথম সন্তান ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন। গতকাল রোববার আব্দুস সালাম তাঁকে সন্তানের স্যালুট জানানোর ছবিটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিতে বাবা–মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি হাজারো ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, গর্বিত বাবার গর্বিত মেয়ে। 

আজ সোমবার আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আজকের পত্রিকা বলেন, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে। তাঁর তিন মেয়ের মধ্যে শাহনাজ সবার বড়। ফুলবাড়ী পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেন শাহনাজ। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। এরপর সম্প্রতি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে যোগ দিয়েছেন। মেয়েকে নিয়ে গর্বিত আব্দুল সালাম। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত