আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
আকস্মিক বন্যায় বাড়িতে গলা অবদি পানি। তাই আশ্রয় নিয়েছেন তিস্তার ডান তীর প্রতিরক্ষা মূল বাঁধের ওপর। তিস্তা নদীর পানি কমেছে। তবে পানি কমলেও এখন পর্যন্ত ফেরা হয়নি বাড়িতে। কথা হলে এমনটিই জানান গঙ্গাচড়া সদর ইউনিয়নের গান্নার পাড় গ্রামের মুক্তা বেওয়া। তাঁর মতো অনেকেরই আশ্রয় হয়েছে বাঁধের পাড়ে।
গতকাল শুক্রবার সরেজমিনে গেলে কথা হয় মুক্তা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার রাতে হঠাৎ করি বাড়ির ঘরের ভেতর পানি ঢুকে। কোন কিছু সরে নেওয়ার আগতে (আগে) বিসনাপত্র ভিজি গেইছে। পানি কমলেও ঘরে ঢোকতে পাং (পারি) নাই। ঘরের যা কিছু আছে সবকিছু ভাসি গেইছে পানির স্রোতে। এখন কোলার ছাওয়া নিয়ে রাস্তার ধারে কোনোরকম রাত কাটাং (কাটানো) চোল। সরকার থাকি চাউল দিছে, কিন্তু চাউল দিয়া কি হইবে। রান্না করিম কেমন করি। সব জাগাতে পানি আর কাদো হইছে, থালা-বাটি ভাসে নিয়া গেইছে। কোলার ছাওয়া ধরি অনেক কষ্ট করি পড়ি আছুং বাঁধের ধারোত।’
কথা হয় একই গ্রামের আছিয়া বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘মুই দুদিন ধরি রাস্তার ধারোত শুধু চিড়া খেয়া আচুং (আছি)। বাড়িত পানি, রান্না-বারা কিছু করবার পাং নাই। শুধু চিড়া ভিজা কি খাবার মনায় (ইচ্ছে হয়)। ঘরের জিনিসপত্র সব পানিতে ভাসি গেইছে।’
ওই গ্রামের এনামুল বলেন, ‘সরকার যদি তিস্তার পাড় ভালো করি বান্দিল হয়, তা হইলে আর হামাক পানিত ভাসি যাওয়া লাগিল না হয়।’
লক্ষীটারি ইউনিয়নের ইচলি গ্রামের নয়া মিয়া বলেন, ‘কয়েক মাস আগে নদী ভাঙি যাওয়ার পর বাঁধে বাড়ি করি দিছে চেয়ারম্যান। হঠাৎ বন্যার পানি আসি সে বাড়িও বাঁধসহ ভাঙি নিয়া গেল। এলা (এখন) কোনটে যায়া (গিয়ে) বাড়ি করমো।’
কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা গ্রামের নওশা মিয়া জানান, ‘ছবি তুলি কি হইবে বাবা, সরকার তো হামার কথা ভাবে না। যদি হামার কথা ভাবতো তা হইলে আজকে হামার এমন পরিণতি হয়!’
নোহালী ইউনিয়নের ব্যাংকপাড়া গ্রামের মরিয়ম নেছা বেওয়া জানান, ‘মোর খুব আশা ছিলো স্বামীর ভিটা-মাটিত থাকি বাকি জীবনটা কাটে দিনুং হয়। সর্বনাশা তিস্তা মোর থাকার ঘরটাও ভাঙি নিয়া গেল।’
আকস্মিক বন্যায় বাড়িতে গলা অবদি পানি। তাই আশ্রয় নিয়েছেন তিস্তার ডান তীর প্রতিরক্ষা মূল বাঁধের ওপর। তিস্তা নদীর পানি কমেছে। তবে পানি কমলেও এখন পর্যন্ত ফেরা হয়নি বাড়িতে। কথা হলে এমনটিই জানান গঙ্গাচড়া সদর ইউনিয়নের গান্নার পাড় গ্রামের মুক্তা বেওয়া। তাঁর মতো অনেকেরই আশ্রয় হয়েছে বাঁধের পাড়ে।
গতকাল শুক্রবার সরেজমিনে গেলে কথা হয় মুক্তা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার রাতে হঠাৎ করি বাড়ির ঘরের ভেতর পানি ঢুকে। কোন কিছু সরে নেওয়ার আগতে (আগে) বিসনাপত্র ভিজি গেইছে। পানি কমলেও ঘরে ঢোকতে পাং (পারি) নাই। ঘরের যা কিছু আছে সবকিছু ভাসি গেইছে পানির স্রোতে। এখন কোলার ছাওয়া নিয়ে রাস্তার ধারে কোনোরকম রাত কাটাং (কাটানো) চোল। সরকার থাকি চাউল দিছে, কিন্তু চাউল দিয়া কি হইবে। রান্না করিম কেমন করি। সব জাগাতে পানি আর কাদো হইছে, থালা-বাটি ভাসে নিয়া গেইছে। কোলার ছাওয়া ধরি অনেক কষ্ট করি পড়ি আছুং বাঁধের ধারোত।’
কথা হয় একই গ্রামের আছিয়া বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘মুই দুদিন ধরি রাস্তার ধারোত শুধু চিড়া খেয়া আচুং (আছি)। বাড়িত পানি, রান্না-বারা কিছু করবার পাং নাই। শুধু চিড়া ভিজা কি খাবার মনায় (ইচ্ছে হয়)। ঘরের জিনিসপত্র সব পানিতে ভাসি গেইছে।’
ওই গ্রামের এনামুল বলেন, ‘সরকার যদি তিস্তার পাড় ভালো করি বান্দিল হয়, তা হইলে আর হামাক পানিত ভাসি যাওয়া লাগিল না হয়।’
লক্ষীটারি ইউনিয়নের ইচলি গ্রামের নয়া মিয়া বলেন, ‘কয়েক মাস আগে নদী ভাঙি যাওয়ার পর বাঁধে বাড়ি করি দিছে চেয়ারম্যান। হঠাৎ বন্যার পানি আসি সে বাড়িও বাঁধসহ ভাঙি নিয়া গেল। এলা (এখন) কোনটে যায়া (গিয়ে) বাড়ি করমো।’
কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা গ্রামের নওশা মিয়া জানান, ‘ছবি তুলি কি হইবে বাবা, সরকার তো হামার কথা ভাবে না। যদি হামার কথা ভাবতো তা হইলে আজকে হামার এমন পরিণতি হয়!’
নোহালী ইউনিয়নের ব্যাংকপাড়া গ্রামের মরিয়ম নেছা বেওয়া জানান, ‘মোর খুব আশা ছিলো স্বামীর ভিটা-মাটিত থাকি বাকি জীবনটা কাটে দিনুং হয়। সর্বনাশা তিস্তা মোর থাকার ঘরটাও ভাঙি নিয়া গেল।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫