Ajker Patrika

ঘরে ফেরা হয়নি তাঁদের

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ৩০
ঘরে ফেরা হয়নি তাঁদের

আকস্মিক বন্যায় বাড়িতে গলা অবদি পানি। তাই আশ্রয় নিয়েছেন তিস্তার ডান তীর প্রতিরক্ষা মূল বাঁধের ওপর। তিস্তা নদীর পানি কমেছে। তবে পানি কমলেও এখন পর্যন্ত ফেরা হয়নি বাড়িতে। কথা হলে এমনটিই জানান গঙ্গাচড়া সদর ইউনিয়নের গান্নার পাড় গ্রামের মুক্তা বেওয়া। তাঁর মতো অনেকেরই আশ্রয় হয়েছে বাঁধের পাড়ে।

গতকাল শুক্রবার সরেজমিনে গেলে কথা হয় মুক্তা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার রাতে হঠাৎ করি বাড়ির ঘরের ভেতর পানি ঢুকে। কোন কিছু সরে নেওয়ার আগতে (আগে) বিসনাপত্র ভিজি গেইছে। পানি কমলেও ঘরে ঢোকতে পাং (পারি) নাই। ঘরের যা কিছু আছে সবকিছু ভাসি গেইছে পানির স্রোতে। এখন কোলার ছাওয়া নিয়ে রাস্তার ধারে কোনোরকম রাত কাটাং (কাটানো) চোল। সরকার থাকি চাউল দিছে, কিন্তু চাউল দিয়া কি হইবে। রান্না করিম কেমন করি। সব জাগাতে পানি আর কাদো হইছে, থালা-বাটি ভাসে নিয়া গেইছে। কোলার ছাওয়া ধরি অনেক কষ্ট করি পড়ি আছুং বাঁধের ধারোত।’

কথা হয় একই গ্রামের আছিয়া বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘মুই দুদিন ধরি রাস্তার ধারোত শুধু চিড়া খেয়া আচুং (আছি)। বাড়িত পানি, রান্না-বারা কিছু করবার পাং নাই। শুধু চিড়া ভিজা কি খাবার মনায় (ইচ্ছে হয়)। ঘরের জিনিসপত্র সব পানিতে ভাসি গেইছে।’

ওই গ্রামের এনামুল বলেন, ‘সরকার যদি তিস্তার পাড় ভালো করি বান্দিল হয়, তা হইলে আর হামাক পানিত ভাসি যাওয়া লাগিল না হয়।’

লক্ষীটারি ইউনিয়নের ইচলি গ্রামের নয়া মিয়া বলেন, ‘কয়েক মাস আগে নদী ভাঙি যাওয়ার পর বাঁধে বাড়ি করি দিছে চেয়ারম্যান। হঠাৎ বন্যার পানি আসি সে বাড়িও বাঁধসহ ভাঙি নিয়া গেল। এলা (এখন) কোনটে যায়া (গিয়ে) বাড়ি করমো।’

কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা গ্রামের নওশা মিয়া জানান, ‘ছবি তুলি কি হইবে বাবা, সরকার তো হামার কথা ভাবে না। যদি হামার কথা ভাবতো তা হইলে আজকে হামার এমন পরিণতি হয়!’

নোহালী ইউনিয়নের ব্যাংকপাড়া গ্রামের মরিয়ম নেছা বেওয়া জানান, ‘মোর খুব আশা ছিলো স্বামীর ভিটা-মাটিত থাকি বাকি জীবনটা কাটে দিনুং হয়। সর্বনাশা তিস্তা মোর থাকার ঘরটাও ভাঙি নিয়া গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত