গোঁসাইজির আশ্রমে নবান্ন
মানুষের ভাবদর্শন সত্যিই কত স্নিগ্ধ। প্রকৃতির অপার সৌন্দর্য আর ঈশ্বর-ভাবনা, সব এখানে মিলেমিশে একাকার। বৃক্ষরাজিতে আশ্রয় নিয়েছে পাখিকুল। সদর দরজায় পেখম মেলে রেখেছে ময়ূর। একটু এগোলে সারি সারি সুপারিগাছ। নাটোরের শ্রীশ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের সৎসঙ্গ সেবাশ্রমের সবকিছুই যেন বুঁদ হয়ে আছে পরম প্রাপ্তি