Ajker Patrika

সংঘর্ষ রোধে ঈশ্বরপাড়া গ্রামে পুলিশ ক্যাম্প

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬
সংঘর্ষ রোধে ঈশ্বরপাড়া গ্রামে পুলিশ ক্যাম্প

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে খাস দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরোধ ও সংঘর্ষ রোধে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের পর পুলিশের কঠোর নজরদারির সত্ত্বেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ বিরোধের জেরে গত বুধবার প্রতিপক্ষের হামলায় ঈশ্বরপাড়া গ্রামের বাদশা গ্রুপের সমর্থক জালাল আহমেদ ওই গ্রামের জামাল উদ্দিনের জমিতে ধান কাটতে যান। এ সময় তার ওপরে সাহাবুল গ্রুপের লোকজন পিটিয়ে আহত করে। তিনি লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, ঈশ্বরপাড়া গ্রামের বাদশার পরিত্যক্ত বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে ক্যাম্পে দুজন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই), একজন উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি বাদশাসহ এ পর্যন্ত ৪১ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সম্প্রীতির ঈশ্বরপাড়া গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত