Ajker Patrika

উপজেলা ছেড়ে ইউপিতে নৌকা পেয়েও হার

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১: ২১
উপজেলা ছেড়ে ইউপিতে  নৌকা পেয়েও হার

নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার শোচনীয় পরাজয় হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হন পারভিন আক্তার বানু। কিন্তু নির্বাচনে হেরে গেছেন উপজেলার ১০টি ইউপির একমাত্র নারী প্রার্থী।

গত রোববার নির্বাচনে নৌকা প্রতীকে পারভিন আক্তার বানু ১ হাজার ৫১৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু আনারস প্রতীকে ৪ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। তিনি মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরেছেন। এই ইউপিতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন পেয়েছেন মাত্র ৯৩০ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে পারভিন আক্তার ও মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন জামানত হারিয়েছেন।

এই ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৪১৩ জন। পুরুষ ৭ হাজার ৭৫৫ ও নারী ৭ হাজার ৬৫৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১২ হাজার ৩৭২ জন। বাতিল ভোট ২১২টি। ভোট প্রদানের শতকরা হার ৮০ দশমিক ৩ ভাগ।

পারভিন আক্তার বানু বলেন, নৌকার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁর পরাজয় হয়েছে।

বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও অন্যায়ভাবে নৌকার প্রার্থিতা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েও মাত্র ১৪ ভোটে তিনি পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, মোছা পারভিন আকতার বানু লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৯ সালে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের মহিলা সম্পাদক, ইউনিয়ন যুবলীগের মহিলা সম্পাদক, লালপুর উপজেলা যুবলীগের মহিলা সম্পাদক, উপজেলা যুব মহিলা লীগের সদস্য ছিলেন। ২০১৪ সাল থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত