Ajker Patrika

লালপুরে বাবা-মাকে মারধর করায় তিন সন্তানের বিরুদ্ধে মামলা 

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
লালপুরে বাবা-মাকে মারধর করায় তিন সন্তানের বিরুদ্ধে মামলা 

নাটোরের লালপুরে বাবা মো. আজিজ খলিফা (৭০) ও মা মোছা হাফিজা বেগমকে (৫৫) অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করায় তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ অভিযোগ দায়ের করা হয়। 

অভিযুক্তরা হলেন মো. উকিল মণ্ডল (৩৫), মো. হাকিম মণ্ডল (৩৮) ও মো. সাজন (৩০)। 

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে খেজুরগাছের রস নেওয়াকে কেন্দ্র করে আজিজ খলিফার তিন সন্তান তাঁকে ও তাঁর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে হাঁসুয়া নিয়ে খুন করার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, ওই দুই সন্তান তাঁদের বাবা-মায়ের দেখাশোনা করেন না। এ বিষয়ে কথা বললে তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হতো। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সন্তানদের গ্রেপ্তার করে থানায় হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত