Ajker Patrika

২০৪১ সালে বাংলাদেশ হবে নান্দনিক

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
২০৪১ সালে বাংলাদেশ হবে নান্দনিক

নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নন্দনচর্চার আন্দোলনকে দেশব্যাপী প্রসারিত করতে একাডেমির ‘২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী প্রমুখ।

অনুষ্ঠানে নৃসর্গ, দুলী, অহনা, পিয়াস, জ্যোতি, বৈশাখী, শিথিল, স্নেহা, নদী, প্রতাপ, সোহাগ সংগীত ও সোহেল, শান্ত, প্রিয়ন্তী নৃত্য পরিবেশন করেন।

সংগীত শিক্ষক আকবর হোসেন ও আরিফুল ইসলাম সবুজের পরিবেশনায় বাদ্যযন্ত্রে ছিলেন বিবর্তন ব্যান্ডের পরিচালক সুজন সরকার, লিড গিটারে দর্পণ, অক্টোপ্যাডে রনি এবং তবলায় উৎপল।

বক্তব্যে ইউএনও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আজ এগিয়ে চলেছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি শিল্প-সংস্কৃতিঋদ্ধ একটি সৃজনশীল ও মানবিক দেশ ২০৪১ সালের মধ্যে হবে নান্দনিক। সেই প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নন্দনচর্চার এই আন্দোলনকে দেশব্যাপী প্রসারিত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত