Ajker Patrika

লালপুরে ঘরের জানালা ভেঙে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
লালপুরে ঘরের জানালা ভেঙে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নাটোরের লালপুরে জানালা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রতন আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আটক রতন আলী উপজেলার কদিমচিলান ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান পূর্বপাড়া গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর (১৫) সঙ্গে রতন আলীর তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। 

ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে জানালা ভেঙে রতন আলী ঘরে ঢুকে আমাদের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় রতন আলীকে আটক করে তাঁর পরিবারে খবর দেওয়া হয়। রতন আলীর পরিবারের লোকজন এসে রাত ১১টা পর্যন্ত ঘটনা মীমাংসা করতে ব্যর্থ হলে তাঁকে রেখে চলে যায়। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, `বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত