দুই যুগ ধরে কর পরিশোধ না করেই চলছে কার্যক্রম
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মধ্যে অবস্থিত সান্তাহার ইউনিয়ন পরিষদ। বিগত ২৪ বছর ধরে সান্তাহার পৌরসভাকে কোনো পৌরকর না দিয়েই তাদের কার্যক্রম চলছে। পৌর মেয়র বলছেন, কর দেওয়ার বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে পৌরসভা থেকে মৌখিক ও লিখিত নোটিশ দেওয়া হলেও এ বিষয়ে তাঁরা কর্ণপাত করেনি।