Ajker Patrika

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আদালতে শিক্ষক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আদালতে শিক্ষক

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসার মক্তব শ্রেণির ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক মাহফুজকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার থানায় মামলা দায়েরের পর আসামিকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে চাঁপাপুর এলাকা থেকে শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শিক্ষক মাহফুজ আদমদীঘির চাঁপাপুর বাজারের মোহাম্মদ আলী কাজীর ছেলে। 

জানা যায়, ওই ছাত্র আদমদীঘির সিদ্দিক হোসেন এতিমখানায় আবাসিক বোর্ডিংয়ে থেকে আড়াইল ফয়জুল উলুম কওমী মাদ্রাসায় মক্তব শ্রেণিতে লেখাপড়া করছিল। গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে ওই ছাত্র শুয়ে পড়ে। এ সময় মাদ্রাসার শিক্ষক মাহফুজ ওই ছাত্রকে পাশের হেফজখানায় ডাকে নিয়ে যায় এবং সেখানে বিছানা করে ঘুমাতে বলেন। শিক্ষকের কথামতো হেফজখানায় ঘুমে পড়ে ওই ছাত্র। পরে রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রকে শিক্ষক মাহফুজ তাঁর ঘরে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন চালায়। 

এ ঘটনার পর ৪ জুন ওই ছাত্রকে দেখার জন্য তার মা মাদ্রাসায় আসে। এ সময় সে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তার মাকে জানায়। পরে ঘটনাটি ছাত্রের মা মাদ্রাসার সভাপতি মকলেছার রহমানকে জানালে কোনো ব্যবস্থা না নিয়েই শিক্ষককে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার সভাপতি। অবশেষে বিষয়টি থানা-পুলিশের নজরে আসে। পরে বগুড়া র‍্যাব-১২ সহযোগিতায় থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে চাঁপাপুর এলাকা থেকে শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে আজ দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামি মাদ্রাসার শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত