Ajker Patrika

দুই যুগ ধরে কর পরিশোধ না করেই চলছে কার্যক্রম

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
দুই যুগ ধরে কর পরিশোধ না করেই চলছে কার্যক্রম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মধ্যে অবস্থিত সান্তাহার ইউনিয়ন পরিষদ। বিগত ২৪ বছর ধরে সান্তাহার পৌরসভাকে কোনো পৌরকর না দিয়েই তাদের কার্যক্রম চলছে। পৌর মেয়র বলছেন, কর দেওয়ার বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে পৌরসভা থেকে মৌখিক ও লিখিত নোটিশ দেওয়া হলেও এ বিষয়ে তাঁরা কর্ণপাত করেনি।

সান্তাহার পৌরসভার কর আদায়কারী ফেরদৌস হোসেন জানান, সান্তাহার ইউনিয়ন পরিষদ ভবনটি পৌরসভার মধ্যে ডাক বাংলো সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত। ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত কোনো পৌরকর পরিশোধ না করেই পৌর এলাকায় কার্যক্রম চালিয়ে আসছে। প্রতি অর্থবছরে কর ধার্য করা আছে ৫ হাজার ১০০ টাকা। বিগত ২৪ বছরের সেই পৌরকরের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৪০০ টাকা।

পৌরসভার চা-বাগান মহল্লার বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘সান্তাহার ইউনিয়ন পরিষদের কার্যক্রম ইউনিয়ন এলাকায় করাই ভালো। অযথা পৌর শহরের মধ্যে কার্যক্রম চালিয়ে কোনো পৌরকর প্রদান করবে না এটা খুব দুঃখজনক ঘটনা। তাই আমি অবিলম্বে পৌরসভার বকেয়া পৌরকর পরিশোধের দাবি জানাই।’

পৌরসভার নামা পৌঁওতা গ্রামের বাসিন্দা নেহাল আহম্মেদ প্রান্ত বলেন, ‘পৌরসভার মধ্যে বসবাস করবে আর পৌরকর দেবে না এটা হতে পারে না। পৌরসভার মধ্যে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই পৌর বিধি মোতাবেক পৌরকর পরিশোধ করতে হবে ইউপি চেয়ারম্যানকে। আমি পৌরসভার বাসিন্দা হিসেবে অবিলম্বে পৌরকর পরিশোধের জন্য ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি।’

সান্তাহার পৌরকর আদায় ও কর নিরূপণ স্থায়ী কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন বলেন, ‘বর্তমানে আমরা পৌরসভার ৮০ ভাগ পৌরকর আদায় করতে সক্ষম হয়েছি। পৌর এলাকায় অবস্থিত সব সরকারি প্রতিষ্ঠান নিয়মিত কর প্রদান করলেও সান্তাহার ইউনিয়ন পরিষদ ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত পৌরকর পরিশোধ না করেও পৌর এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদও স্থানীয় সরকার বিভাগের একটি প্রতিষ্ঠান। তাদেরও উচিত নিয়মিত পৌরকর পরিশোধ করা। বিগত দিনেও তাঁদের অনেকবার তাগাদা দিলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি।’

সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, পৌরকর পরিশোধের বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদকে পৌরসভা থেকে মৌখিক ও নোটিশ দিয়েও অবগত করলেও তাঁরা কোনো কর্ণপাত করে নাই।

এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার কর দীর্ঘদিন থেকে বকেয়া রয়েছে। আমিতো অল্প দিন হলো চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। তবে বকেয়া পৌরকরের বিষয়টি নিয়ে পরে দেখা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত