আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার থেকে বন্ধ হয়ে যাওয়া দুটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সান্তাহার-লালমনিরহাট এবং সান্তাহার-পঞ্চগড় রুটে ট্রেন দুটি চলত। একটি মেইল ট্রেন হিসেবে অপরটি লোকাল ট্রেন হিসেবে চলাচল করত।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, পদ্মরাগ কমিউটার (২১ আপ ও ২২ ডাউন), বগুড়া কমিউটার (১৯ আপ ও ২০ ডাউন) ও লোকাল (৪৮১ আপ ও ৪৮২ ডাউন) নামে ৩ জোড়া ট্রেন সান্তাহার জংশন থেকে লালমনিরহাট রুটে চলাচল করত। অন্য দুই জোড়া ট্রেনের মধ্যে কমিউটার মেইল (৭ আপ ও ৮ ডাউন), সান্তাহার-পঞ্চগড় (নতুন নামকরণ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন) ও কলেজ ট্রেন নামে পরিচিত লোকাল (৪৯১ আপ ও ৪৯২ ডাউন) ট্রেন সান্তাহার বোনারপাড়া রুটে চলাচল করত। কিন্তু প্রায় ছয় বছর আগে একটি ও দুই বছর আগে আরও একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সব রুটে চলাচলকারী যাত্রীরা। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের।
প্রায় ছয় বছর আগে ২০১৬ সালে হঠাৎ করেই সান্তাহার-লালমনিরহাটগামী লোকাল ট্রেনটি (৪৮১ আপ ও ৪৮২ ডাউন) বন্ধ করে দেওয়া হয়। তার চার বছর পর ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কলেজ ট্রেন নামে সান্তাহার-পঞ্চগড় রুটে ট্রেনটি আর চালু হয়নি। ট্রেন দুটি ১০টি করে বগি নিয়ে চলাচল করত। প্রতিটি বগিতে ৭০ জনের বসার ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করত। ফলে ট্রেন দুটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে।
সান্তাহার রেলওয়েতে কর্মরত এক রেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন সময়ে বেসরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেন দুটি লিজ নিয়ে পরিচালনা করত। তারা ট্রেনের টিকিট বিক্রি ও টিকিট চেকিংয়ের ব্যবস্থা করত। সময় শেষে লিজ বাতিল হয়ে গেলে আবার বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক ব্যবস্থাপনায় টিকিট বিক্রি, চেকিং ও সংগ্রহ করা হতো। কিন্তু করোনাকালে লকডাউনের সময় গত ৫ এপ্রিল থেকে ১৬৬ দিন বন্ধ থাকার পর সব ধরনের ট্রেন চালু হলেও ৭ আপ ও ৮ ডাউন ট্রেন এখনো চালু হয়নি।
সান্তাহারের আইনজীবী তুহিন ইসলাম বলেন, ‘দুটি ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তাই অন্য ট্রেনে বাড়তি চাপ কমাতে এবং নিম্ন আয়ের মানুষদের জন্য ট্রেন দুটি আবারও চালু করা দাবি জানাচ্ছি।’
বগুড়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আদমদীঘির আমজাদ মল্লিক। তিনি বলেন, প্রতিদিন আদমদীঘি থেকে বগুড়ায় গিয়ে অফিস করতে হয়। আদমদীঘি থেকে ৩৮ কিলোমিটার দূরে বগুড়ায় যেতে বাসে ভাড়া গুনতে হয় ৭০ টাকা। আর ট্রেনের ভাড়া মেইলে ১৫ টাকা এবং লোকালে মাত্র ১০ টাকা।
আমজাদ মল্লিক আরও বলেন, ‘ট্রেনযাত্রা নিরাপদ এবং খরচও অনেক কম। এ কারণে আমি সব সময় ট্রেনেই কর্মস্থলে যাতায়াত করতাম।’
সান্তাহার সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রবীন্দ্র প্রসাদ গুপ্তা বলেন, নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত লোকাল ও মেইল ট্রেন আরও বাড়ানো। কিন্তু তা না করে উল্টো তারা বন্ধ করে রেখেছে। আশা করছি, বন্ধ থাকা দুটি ট্রেনের পাশাপাশি আরও একাধিক মেইল ও লোকাল ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি যত দূর জেনেছি, জনবল বিশেষ করে চালকের সংকটের কারণে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে।’
বগুড়ার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার থেকে বন্ধ হয়ে যাওয়া দুটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সান্তাহার-লালমনিরহাট এবং সান্তাহার-পঞ্চগড় রুটে ট্রেন দুটি চলত। একটি মেইল ট্রেন হিসেবে অপরটি লোকাল ট্রেন হিসেবে চলাচল করত।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, পদ্মরাগ কমিউটার (২১ আপ ও ২২ ডাউন), বগুড়া কমিউটার (১৯ আপ ও ২০ ডাউন) ও লোকাল (৪৮১ আপ ও ৪৮২ ডাউন) নামে ৩ জোড়া ট্রেন সান্তাহার জংশন থেকে লালমনিরহাট রুটে চলাচল করত। অন্য দুই জোড়া ট্রেনের মধ্যে কমিউটার মেইল (৭ আপ ও ৮ ডাউন), সান্তাহার-পঞ্চগড় (নতুন নামকরণ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন) ও কলেজ ট্রেন নামে পরিচিত লোকাল (৪৯১ আপ ও ৪৯২ ডাউন) ট্রেন সান্তাহার বোনারপাড়া রুটে চলাচল করত। কিন্তু প্রায় ছয় বছর আগে একটি ও দুই বছর আগে আরও একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সব রুটে চলাচলকারী যাত্রীরা। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের।
প্রায় ছয় বছর আগে ২০১৬ সালে হঠাৎ করেই সান্তাহার-লালমনিরহাটগামী লোকাল ট্রেনটি (৪৮১ আপ ও ৪৮২ ডাউন) বন্ধ করে দেওয়া হয়। তার চার বছর পর ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কলেজ ট্রেন নামে সান্তাহার-পঞ্চগড় রুটে ট্রেনটি আর চালু হয়নি। ট্রেন দুটি ১০টি করে বগি নিয়ে চলাচল করত। প্রতিটি বগিতে ৭০ জনের বসার ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করত। ফলে ট্রেন দুটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে।
সান্তাহার রেলওয়েতে কর্মরত এক রেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন সময়ে বেসরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেন দুটি লিজ নিয়ে পরিচালনা করত। তারা ট্রেনের টিকিট বিক্রি ও টিকিট চেকিংয়ের ব্যবস্থা করত। সময় শেষে লিজ বাতিল হয়ে গেলে আবার বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক ব্যবস্থাপনায় টিকিট বিক্রি, চেকিং ও সংগ্রহ করা হতো। কিন্তু করোনাকালে লকডাউনের সময় গত ৫ এপ্রিল থেকে ১৬৬ দিন বন্ধ থাকার পর সব ধরনের ট্রেন চালু হলেও ৭ আপ ও ৮ ডাউন ট্রেন এখনো চালু হয়নি।
সান্তাহারের আইনজীবী তুহিন ইসলাম বলেন, ‘দুটি ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তাই অন্য ট্রেনে বাড়তি চাপ কমাতে এবং নিম্ন আয়ের মানুষদের জন্য ট্রেন দুটি আবারও চালু করা দাবি জানাচ্ছি।’
বগুড়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আদমদীঘির আমজাদ মল্লিক। তিনি বলেন, প্রতিদিন আদমদীঘি থেকে বগুড়ায় গিয়ে অফিস করতে হয়। আদমদীঘি থেকে ৩৮ কিলোমিটার দূরে বগুড়ায় যেতে বাসে ভাড়া গুনতে হয় ৭০ টাকা। আর ট্রেনের ভাড়া মেইলে ১৫ টাকা এবং লোকালে মাত্র ১০ টাকা।
আমজাদ মল্লিক আরও বলেন, ‘ট্রেনযাত্রা নিরাপদ এবং খরচও অনেক কম। এ কারণে আমি সব সময় ট্রেনেই কর্মস্থলে যাতায়াত করতাম।’
সান্তাহার সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রবীন্দ্র প্রসাদ গুপ্তা বলেন, নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত লোকাল ও মেইল ট্রেন আরও বাড়ানো। কিন্তু তা না করে উল্টো তারা বন্ধ করে রেখেছে। আশা করছি, বন্ধ থাকা দুটি ট্রেনের পাশাপাশি আরও একাধিক মেইল ও লোকাল ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি যত দূর জেনেছি, জনবল বিশেষ করে চালকের সংকটের কারণে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে