Ajker Patrika

বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু, নিখোঁজ স্বামী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ৩৭
বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু, নিখোঁজ স্বামী

বগুড়ার আদমদীঘি উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে শামীমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামের সবজি ব্যবসায়ী আজাদুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নিখোঁজ রয়েছেন বলে জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে

সান্তাহার পুলিশ ফাঁড়ি ও আদমদীঘি ঘটনাস্থল থেকে গৃহবধূ শামীমা আক্তারের পোড়া মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠায়। 

এদিকে নিহতের স্বামী পুড়ে মারা গেছেন, নাকি তিনি নিজেই বসতবাড়িতে আগুন গালিয়ে দিয়ে আত্মগোপন করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রামাণিকপাড়ার সবজি ব্যবসায়ী আজাদুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো গতকাল রাতে তাঁদের ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে তাঁদের বসতবাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। পরে ফায়ার সার্ভিসে (নওগাঁ) খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময়ের মধ্যে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের নাজরান রউফসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতের স্বামী আজাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে এ ঘটনা তদন্তে বগুড়া সিআইডির একটি টিম তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত