কুড়াল-কাঠের সঙ্গে এক যুগ
সত্তরোর্ধ্ব খোকন ঘোষ। এলাকার সবাই চেনেন প্যাঁচা নামে। এক যুগ আগে ক্যানসার কেড়ে নিয়েছে স্ত্রীকে। বয়সের ভারে শরীর চলে না। দুই বছর ধরে বয়স্ক ভাতার টাকাও পান না। অনলাইনে আবেদনের সময় এনআইডিতে বয়স কম থাকায় নাম কাটা গেছে। বেঁচে থাকার তাগিদে হাতে নিয়েছেন কুড়াল, কাটেন কাঠ।