কামারখন্দ (সিরাজগঞ্জে) প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেন সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নিয়েছে। পরে যাত্রীদের টিকিটের ৮০ শতাংশ ভাড়া ফেরত দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। সোমবার সকালে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেন প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কিন্তু গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টার পরও ট্রেনটির যাত্রা শুরু হয়নি। এতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষ ট্রেনটির যাত্রা বাতিল করে। যাত্রীদের প্রতিটি টিকিটের ২০ শতাংশ কেটে রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেয়। পরে অনেক যাত্রী এই ট্রেনেই বাড়ি ফিরে যায় আবার অনেকে ভেঙে ভেঙে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়।
পাবনার মোহনপুরের স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কমিউটার ট্রেন জামতৈল স্টেশনে আসার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এতে অনেক যাত্রী উত্তেজিত হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ আমাদের টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিলে সবাই থেমে যায়।’
চাটমোহর স্টেশন থেকে আসা এক যাত্রী বলেন, ‘জামতৈল স্টেশনে লোকাল ট্রেনটি সাড়ে ৮টায় এসে পৌঁছায় এখন ৩টা বাজে। কিছুক্ষণ আগে আমাদের ২০ শতাংশ টাকা রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়েছে। দুপুরের আগে যদি ট্রেন কর্তৃপক্ষ বলত যে, ট্রেন আর যাবে না এবং টাকাটা যদি আগে ফেরত দিত তাহলে এতক্ষণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারতাম।’
শামীম নামের এক যাত্রী বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল করার কারণে ঝামেলায় পড়ে গেলাম। এখন কীভাবে পরিবার নিয়ে ঢাকায় যাব বুঝতে পারছি না।’
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজিপুরের ধীরাশ্রমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
উল্লেখ্য ঢাকা কমিউটার ট্রেনটি বেলা ১২টার মধ্যে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ২টার পরও ট্রেনটি জামতৈল স্টেশনেই রয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় কমিউটার ট্রেনের কর্তৃপক্ষ।
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেন সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নিয়েছে। পরে যাত্রীদের টিকিটের ৮০ শতাংশ ভাড়া ফেরত দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। সোমবার সকালে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেন প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কিন্তু গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টার পরও ট্রেনটির যাত্রা শুরু হয়নি। এতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষ ট্রেনটির যাত্রা বাতিল করে। যাত্রীদের প্রতিটি টিকিটের ২০ শতাংশ কেটে রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেয়। পরে অনেক যাত্রী এই ট্রেনেই বাড়ি ফিরে যায় আবার অনেকে ভেঙে ভেঙে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়।
পাবনার মোহনপুরের স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কমিউটার ট্রেন জামতৈল স্টেশনে আসার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এতে অনেক যাত্রী উত্তেজিত হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ আমাদের টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিলে সবাই থেমে যায়।’
চাটমোহর স্টেশন থেকে আসা এক যাত্রী বলেন, ‘জামতৈল স্টেশনে লোকাল ট্রেনটি সাড়ে ৮টায় এসে পৌঁছায় এখন ৩টা বাজে। কিছুক্ষণ আগে আমাদের ২০ শতাংশ টাকা রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়েছে। দুপুরের আগে যদি ট্রেন কর্তৃপক্ষ বলত যে, ট্রেন আর যাবে না এবং টাকাটা যদি আগে ফেরত দিত তাহলে এতক্ষণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারতাম।’
শামীম নামের এক যাত্রী বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল করার কারণে ঝামেলায় পড়ে গেলাম। এখন কীভাবে পরিবার নিয়ে ঢাকায় যাব বুঝতে পারছি না।’
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজিপুরের ধীরাশ্রমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
উল্লেখ্য ঢাকা কমিউটার ট্রেনটি বেলা ১২টার মধ্যে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ২টার পরও ট্রেনটি জামতৈল স্টেশনেই রয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় কমিউটার ট্রেনের কর্তৃপক্ষ।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে