বোতলজাত সয়াবিন তেল হাওয়া, খোলায় দাম বেশি
ঈদের আগে রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা তেল পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিনের চেয়ে বেশি দামে। বেশির ভাগ দোকানি বলছেন, পাইকারি বাজারে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। মাসখানেক ধরেই এ অবস্থা চলছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো তৎপরতাও দেখা যায়নি।