গুরুদাসপুরে লেবুর দাম আকাশ ছোঁয়া, ক্রেতার অসন্তোষ
নাটোরের গুরুদাসপুরে লেবুর দাম আকাশছোঁয়া। উপজেলার প্রায় সব হাট-বাজারে লেবুর দাম অনেক বেশি। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এটি। তবে লেবু ব্যবসায়ীরা বলেন, দু-তিন বছরের তুলনায় এলাকায় লেবুর চাষ কম হয়েছে। তাই বেশি দামে বাইর থেকে কিনে আনতে হচ্ছে তাঁদের।