গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করে গণটিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেছেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী। আজ রোববার বিকেলে উপজেলা পরিববার কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকালে নাজিরপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী প্রথমে চন্দ্রপুর-তুলাধুনা কেন্দ্রে এবং পরে আরও দুটি কেন্দ্রে নিজে টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যকর্মীরা চেয়ারম্যানকে বাধা দিলে তিনি স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান আইয়ুব আলী এক বৃদ্ধাকে টিকা পুশ করছেন। তাঁকে ঘিরে রেখেছেন তাঁর কর্মী সমর্থকেরা। ওই ছবি ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রমের দায়িত্বরত ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাজিরপুরের তিনটি কেন্দ্রের মধ্যে চন্দ্রপুর-ধুলাধুনা কেন্দ্রে দায়িত্বে ছিলেন মো. হারিজ, চকআদালত খাঁ কেন্দ্রে মো. শিহাব উদ্দিন ও নাজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নাজনীন আক্তার আমীন। এ ছাড়া টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান ও স্যাকমো আশরাফুল আলমও করোনার টিকাদানের দায়িত্বে ছিলেন।
টিকাদানের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী হারিজ জানান, চন্দ্রপুর-তুলাধুনা মোড় কেন্দ্রে ছিলেন তিনি। সকাল প্রায় ১০টার দিকে চেয়ারম্যান আইয়ুব আলী টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করতে চান। এ সময় তিনি চেয়ারম্যানকে বাধা দিলেও চেয়ারম্যান আইয়ুব আলী তা মেনে জোরপূর্বক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একই কথা জানান আরও দুই স্বাস্থ্য সহকারী।
নাজিরপুর ইউনিয়ন টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান জানান, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে তিনি খবর পান সংশ্লিষ্ট চেয়ারম্যান আইয়ুব আলী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল দশটার পর তিনি জানতে পারেন টিকাদানের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের বাধা নিষেধ উপেক্ষা করে চেয়ারম্যান নিজেই টিকা ভর্তি সিরিঞ্জটি একজনের শরীরে পুশ করেন। এভাবে পর্যায়ক্রমে তিনটি কেন্দ্রেই তিনি টিকা পুশ করেন।
চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও শরীরে টিকা পুশ করেননি। স্বাস্থ্য কর্মীদের অনুরোধে তিনি সিরিঞ্জ হাতে পুশ করার পোজে ছবি উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও স্যাকমো ছাড়া অন্য কেউ কোনো প্রকার টিকা পুশ করতে পারবেন না। নাজিরপুরের তিনটি কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের টিকা পুশ করার ব্যাপারটি দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৫ স্বাস্থ্য কর্মীদের নোটিশ দিলে তারা সন্তোষজনক উত্তর দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করে গণটিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেছেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী। আজ রোববার বিকেলে উপজেলা পরিববার কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকালে নাজিরপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী প্রথমে চন্দ্রপুর-তুলাধুনা কেন্দ্রে এবং পরে আরও দুটি কেন্দ্রে নিজে টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যকর্মীরা চেয়ারম্যানকে বাধা দিলে তিনি স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান আইয়ুব আলী এক বৃদ্ধাকে টিকা পুশ করছেন। তাঁকে ঘিরে রেখেছেন তাঁর কর্মী সমর্থকেরা। ওই ছবি ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রমের দায়িত্বরত ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাজিরপুরের তিনটি কেন্দ্রের মধ্যে চন্দ্রপুর-ধুলাধুনা কেন্দ্রে দায়িত্বে ছিলেন মো. হারিজ, চকআদালত খাঁ কেন্দ্রে মো. শিহাব উদ্দিন ও নাজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নাজনীন আক্তার আমীন। এ ছাড়া টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান ও স্যাকমো আশরাফুল আলমও করোনার টিকাদানের দায়িত্বে ছিলেন।
টিকাদানের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী হারিজ জানান, চন্দ্রপুর-তুলাধুনা মোড় কেন্দ্রে ছিলেন তিনি। সকাল প্রায় ১০টার দিকে চেয়ারম্যান আইয়ুব আলী টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করতে চান। এ সময় তিনি চেয়ারম্যানকে বাধা দিলেও চেয়ারম্যান আইয়ুব আলী তা মেনে জোরপূর্বক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একই কথা জানান আরও দুই স্বাস্থ্য সহকারী।
নাজিরপুর ইউনিয়ন টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান জানান, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে তিনি খবর পান সংশ্লিষ্ট চেয়ারম্যান আইয়ুব আলী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল দশটার পর তিনি জানতে পারেন টিকাদানের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের বাধা নিষেধ উপেক্ষা করে চেয়ারম্যান নিজেই টিকা ভর্তি সিরিঞ্জটি একজনের শরীরে পুশ করেন। এভাবে পর্যায়ক্রমে তিনটি কেন্দ্রেই তিনি টিকা পুশ করেন।
চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও শরীরে টিকা পুশ করেননি। স্বাস্থ্য কর্মীদের অনুরোধে তিনি সিরিঞ্জ হাতে পুশ করার পোজে ছবি উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও স্যাকমো ছাড়া অন্য কেউ কোনো প্রকার টিকা পুশ করতে পারবেন না। নাজিরপুরের তিনটি কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের টিকা পুশ করার ব্যাপারটি দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৫ স্বাস্থ্য কর্মীদের নোটিশ দিলে তারা সন্তোষজনক উত্তর দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৯ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৯ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৯ ঘণ্টা আগে