Ajker Patrika

নির্বাচনী সংঘাত চলছেই গুলিবিদ্ধসহ আহত ১০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৪
নির্বাচনী সংঘাত চলছেই গুলিবিদ্ধসহ আহত ১০

নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। গত বুধবার রাতে উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নে খাকরাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক ও পরাজিত প্রার্থী হাজেদা বেগমের সমর্থকদের মধ্যে বুধবার সংঘর্ষে হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন।

গুলিবিদ্ধ ওই তিনজন হলেন রিপন হোসেন (৪০), বকুল হোসেন (৩০) ও মকলেস (৩৫)।

স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গুলিবিদ্ধ রিপন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারাবাড়িষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন সরকার বলেন, তিনি উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এমন সময় তাঁর এলাকায় ৫ জানুয়ারি নির্বাচনে পরাজিত প্রার্থীর ছেলে হাবিবুর রহমান হাবিব, শরীফ, সোহেল, মামুন, আরিফ, সেলিমের নেতৃত্বে প্রথমে তাঁকে আক্রমণ করেন। তিনি এ সময় দৌড়ে বাড়িতে পালিয়ে যান। তারপর তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। তাঁকে না পেয়ে এলোপাতাড়ি গুলি করেন তাঁরা। এতে ৩ জন গুলিবিদ্ধ হন এবং আরও ১০ জন আহত হন। তাঁদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পরাজিত প্রার্থী হাজেদা বেগমের ছেলে হাবিবুর রহমান হাবিব বলেন, প্রথমে রিপন সরকারের লোকজন তাঁর ভাতিজা রাব্বির ব্যাটারিচালিত অটোভ্যান কেড়ে নিয়ে তাঁকে মারধর করেন। এ কারণে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আরিফকে (২৭) দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর পেটে কেটে যায়। এ ছাড়া কাউছার, রাব্বি, আশরাফ আহত হয়েছেন। তাঁদের উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন ইসলাম বলেন, গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধসহ পাঁচজনকে আনা হয়। তাঁদের মধ্যে রিপন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। তবে ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত