১৫ দিনেই ধসে পড়েছে কোটি টাকার সড়ক
কোটি টাকার বেশি ব্যয়ে সদ্য কার্পেটিং করা নাটোরের গুরুদাসপুরের বামনকোলা-মশিন্দা গ্রামীণ সড়কটির বেশ কয়েক জায়গা ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দের এই সংস্কারকাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি ভেঙে যাচ্ছে।