ঘোড়ায় হালচাষ, তাতেই সংসার
কারণ যা-ই হোক, বদলটি দারুণ। চীন দেশের শ্যালো মেশিন এ দেশে যেমন জমিতে সেচ দেয়, তেমনি নৌকা ও রিকশাভ্যান চালানোর কাজও করে! এই আশ্চর্য পরিবর্তনের চিন্তা যে দেশের মানুষের উর্বর মস্তিষ্কে সম্ভব হয়েছে, সে দেশে ঘোড়া দিয়ে হালচাষ হবে, সেটা অসম্ভব কিছু নয়! হয়েছেও তাই।