নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর আসামি পক্ষ ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে বলা কথাগুলোকে মিথ্যাচার দাবি করে আজ বুধবার পাল্টা সংবাদ করেছে মামলার বাদীপক্ষ। দুপুরে উপজেলার ভটপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লাল মিয়া নামের এক ব্যক্তি লিখিত বক্তব্য পড়ে শোনান। ভুক্তভোগী কিশোরের চাচা লাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ভটপুর গ্রামের আমিনুল ইসলামের বাড়ি থেকে গত ৪ ফেব্রুয়ারি ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়। এ ঘটনায় তারা তাঁর ভাতিজাকে (১৭) সন্দেহ করেন।
তিনি বলেন, এরপর ৮ ফেব্রুয়ারি ইউপি সদস্য হাবিবুর রহমান দুপুরে কিশোরকে ধরে পাশের সিধুলী গ্রামে জয়নাল আবদীনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনিসহ কয়েকজন তাকে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ভয় দেখিয়ে টাকা চুরির কথা স্বীকার করিয়ে মোবাইল ফোনে তা ধারণ করা হয়। এরপর অপর ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ডেকে নেওয়া হয়।
লাল মিয়া বলেন, এ সময় কিশোরের বাবা চান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের দুজনকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরের চাচা লাল মিয়াকে জমির দলিলসহ ডেকে নেওয়া হয়। পরে সবাইকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে লাল মিয়ার জমির দলিল ইউপি সদস্যদের জিম্মায় রেখে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি লাল মিয়া বাদী হয়ে দুই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন।
এদিকে অভিযুক্ত কিশোরকে বাঁচাতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করে গত ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মোশারফ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক তাঁকে ধাওয়া করেন। এ সময় মোশারফ ৬ হাজার ৩০০ টাকা ফেলে রেখে চলে যান। চার দিন পর গ্রাম-পুলিশের সাহায্যে মোশারফকে ইউপি সদস্য হাবিবুরের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে সংশোধনের সুযোগ দিয়ে তার চাচা লাল মিয়ার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আগের সংবাদ সম্মেলনে বলা ইউপি চেয়ারম্যানের এসব কথাকে মিথ্যা দাবি করেন ভুক্তভোগী কিশোরের বাবা চান মিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন ইউপি সদস্য হাবিবুর ও মোজাম্মেল। পরে আমার ভাইয়ের জমির দলিল নিয়ে আমাদের ছেড়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনিই আমাদের মামলা করতে বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তিনিই এখন মিথ্যাচার করছেন।’
ভুক্তভোগী কিশোর দাবি করে, ‘আমি টাকা চুরি করিনি। সন্দেহ করে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায় করে ভিডিও করা হয়।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্যরা বিচার করতে গিয়েছিল। সেখানে কাউকে মারধর করা হয়নি। ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। দ্রুত আমরাও আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর আসামি পক্ষ ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে বলা কথাগুলোকে মিথ্যাচার দাবি করে আজ বুধবার পাল্টা সংবাদ করেছে মামলার বাদীপক্ষ। দুপুরে উপজেলার ভটপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লাল মিয়া নামের এক ব্যক্তি লিখিত বক্তব্য পড়ে শোনান। ভুক্তভোগী কিশোরের চাচা লাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ভটপুর গ্রামের আমিনুল ইসলামের বাড়ি থেকে গত ৪ ফেব্রুয়ারি ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়। এ ঘটনায় তারা তাঁর ভাতিজাকে (১৭) সন্দেহ করেন।
তিনি বলেন, এরপর ৮ ফেব্রুয়ারি ইউপি সদস্য হাবিবুর রহমান দুপুরে কিশোরকে ধরে পাশের সিধুলী গ্রামে জয়নাল আবদীনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনিসহ কয়েকজন তাকে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ভয় দেখিয়ে টাকা চুরির কথা স্বীকার করিয়ে মোবাইল ফোনে তা ধারণ করা হয়। এরপর অপর ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ডেকে নেওয়া হয়।
লাল মিয়া বলেন, এ সময় কিশোরের বাবা চান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের দুজনকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরের চাচা লাল মিয়াকে জমির দলিলসহ ডেকে নেওয়া হয়। পরে সবাইকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে লাল মিয়ার জমির দলিল ইউপি সদস্যদের জিম্মায় রেখে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি লাল মিয়া বাদী হয়ে দুই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন।
এদিকে অভিযুক্ত কিশোরকে বাঁচাতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করে গত ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মোশারফ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক তাঁকে ধাওয়া করেন। এ সময় মোশারফ ৬ হাজার ৩০০ টাকা ফেলে রেখে চলে যান। চার দিন পর গ্রাম-পুলিশের সাহায্যে মোশারফকে ইউপি সদস্য হাবিবুরের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে সংশোধনের সুযোগ দিয়ে তার চাচা লাল মিয়ার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আগের সংবাদ সম্মেলনে বলা ইউপি চেয়ারম্যানের এসব কথাকে মিথ্যা দাবি করেন ভুক্তভোগী কিশোরের বাবা চান মিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন ইউপি সদস্য হাবিবুর ও মোজাম্মেল। পরে আমার ভাইয়ের জমির দলিল নিয়ে আমাদের ছেড়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনিই আমাদের মামলা করতে বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তিনিই এখন মিথ্যাচার করছেন।’
ভুক্তভোগী কিশোর দাবি করে, ‘আমি টাকা চুরি করিনি। সন্দেহ করে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায় করে ভিডিও করা হয়।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্যরা বিচার করতে গিয়েছিল। সেখানে কাউকে মারধর করা হয়নি। ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। দ্রুত আমরাও আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে