নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর আসামি পক্ষ ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে বলা কথাগুলোকে মিথ্যাচার দাবি করে আজ বুধবার পাল্টা সংবাদ করেছে মামলার বাদীপক্ষ। দুপুরে উপজেলার ভটপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লাল মিয়া নামের এক ব্যক্তি লিখিত বক্তব্য পড়ে শোনান। ভুক্তভোগী কিশোরের চাচা লাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ভটপুর গ্রামের আমিনুল ইসলামের বাড়ি থেকে গত ৪ ফেব্রুয়ারি ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়। এ ঘটনায় তারা তাঁর ভাতিজাকে (১৭) সন্দেহ করেন।
তিনি বলেন, এরপর ৮ ফেব্রুয়ারি ইউপি সদস্য হাবিবুর রহমান দুপুরে কিশোরকে ধরে পাশের সিধুলী গ্রামে জয়নাল আবদীনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনিসহ কয়েকজন তাকে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ভয় দেখিয়ে টাকা চুরির কথা স্বীকার করিয়ে মোবাইল ফোনে তা ধারণ করা হয়। এরপর অপর ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ডেকে নেওয়া হয়।
লাল মিয়া বলেন, এ সময় কিশোরের বাবা চান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের দুজনকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরের চাচা লাল মিয়াকে জমির দলিলসহ ডেকে নেওয়া হয়। পরে সবাইকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে লাল মিয়ার জমির দলিল ইউপি সদস্যদের জিম্মায় রেখে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি লাল মিয়া বাদী হয়ে দুই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন।
এদিকে অভিযুক্ত কিশোরকে বাঁচাতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করে গত ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মোশারফ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক তাঁকে ধাওয়া করেন। এ সময় মোশারফ ৬ হাজার ৩০০ টাকা ফেলে রেখে চলে যান। চার দিন পর গ্রাম-পুলিশের সাহায্যে মোশারফকে ইউপি সদস্য হাবিবুরের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে সংশোধনের সুযোগ দিয়ে তার চাচা লাল মিয়ার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আগের সংবাদ সম্মেলনে বলা ইউপি চেয়ারম্যানের এসব কথাকে মিথ্যা দাবি করেন ভুক্তভোগী কিশোরের বাবা চান মিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন ইউপি সদস্য হাবিবুর ও মোজাম্মেল। পরে আমার ভাইয়ের জমির দলিল নিয়ে আমাদের ছেড়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনিই আমাদের মামলা করতে বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তিনিই এখন মিথ্যাচার করছেন।’
ভুক্তভোগী কিশোর দাবি করে, ‘আমি টাকা চুরি করিনি। সন্দেহ করে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায় করে ভিডিও করা হয়।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্যরা বিচার করতে গিয়েছিল। সেখানে কাউকে মারধর করা হয়নি। ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। দ্রুত আমরাও আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর আসামি পক্ষ ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে বলা কথাগুলোকে মিথ্যাচার দাবি করে আজ বুধবার পাল্টা সংবাদ করেছে মামলার বাদীপক্ষ। দুপুরে উপজেলার ভটপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লাল মিয়া নামের এক ব্যক্তি লিখিত বক্তব্য পড়ে শোনান। ভুক্তভোগী কিশোরের চাচা লাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ভটপুর গ্রামের আমিনুল ইসলামের বাড়ি থেকে গত ৪ ফেব্রুয়ারি ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়। এ ঘটনায় তারা তাঁর ভাতিজাকে (১৭) সন্দেহ করেন।
তিনি বলেন, এরপর ৮ ফেব্রুয়ারি ইউপি সদস্য হাবিবুর রহমান দুপুরে কিশোরকে ধরে পাশের সিধুলী গ্রামে জয়নাল আবদীনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনিসহ কয়েকজন তাকে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ভয় দেখিয়ে টাকা চুরির কথা স্বীকার করিয়ে মোবাইল ফোনে তা ধারণ করা হয়। এরপর অপর ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ডেকে নেওয়া হয়।
লাল মিয়া বলেন, এ সময় কিশোরের বাবা চান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের দুজনকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরের চাচা লাল মিয়াকে জমির দলিলসহ ডেকে নেওয়া হয়। পরে সবাইকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে লাল মিয়ার জমির দলিল ইউপি সদস্যদের জিম্মায় রেখে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি লাল মিয়া বাদী হয়ে দুই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন।
এদিকে অভিযুক্ত কিশোরকে বাঁচাতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করে গত ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মোশারফ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক তাঁকে ধাওয়া করেন। এ সময় মোশারফ ৬ হাজার ৩০০ টাকা ফেলে রেখে চলে যান। চার দিন পর গ্রাম-পুলিশের সাহায্যে মোশারফকে ইউপি সদস্য হাবিবুরের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে সংশোধনের সুযোগ দিয়ে তার চাচা লাল মিয়ার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আগের সংবাদ সম্মেলনে বলা ইউপি চেয়ারম্যানের এসব কথাকে মিথ্যা দাবি করেন ভুক্তভোগী কিশোরের বাবা চান মিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন ইউপি সদস্য হাবিবুর ও মোজাম্মেল। পরে আমার ভাইয়ের জমির দলিল নিয়ে আমাদের ছেড়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনিই আমাদের মামলা করতে বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তিনিই এখন মিথ্যাচার করছেন।’
ভুক্তভোগী কিশোর দাবি করে, ‘আমি টাকা চুরি করিনি। সন্দেহ করে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায় করে ভিডিও করা হয়।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্যরা বিচার করতে গিয়েছিল। সেখানে কাউকে মারধর করা হয়নি। ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। দ্রুত আমরাও আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১৪ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
১৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
২১ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
১ ঘণ্টা আগে