Ajker Patrika

ভূমি অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মারা গেছেন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ভূমি অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মারা গেছেন

অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নূর নাহারের টাকার প্রয়োজন। এ জন্য তিনি জমি বিক্রির উদ্যোগ নেন। রেজিস্ট্রির জন্য উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারেন তাঁর জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কোনো তথ্যই সরকারি সার্ভারে দেখাচ্ছে না। অফিসের কর্মকর্তাদের পরামর্শে তিনি উপজেলা নির্বাচন অফিসে যান। পরে নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগে থেকেই তার আইডিটি মৃতের তালিকায় রয়েছে। নূর নাহারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কামারপট্টি মহল্লায়।

আজ বৃহস্পতিবারবার দুপুরে নুর নাহার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিজে মৃত জেনে ফিরে আসার বিষয়টি আজকের পত্রিকার কাছে নিশ্চিত করেন। 

এ সময় তিনি বলেন, আমি অনেকদিন ধরে আমার সকল কাজে বিভিন্ন অফিসে এই কার্ডটি ব্যবহার করছি। তবে কখনোই অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখিনি। দুইদিন আগে জমি বিক্রি করার জন্য খারিজ করতে গেলে আমাকে জানানো হয়, আমার আইডির কোনো তথ্য অনলাইনে নেই। তাদের পরামর্শ অনুযায়ী আমি গতকাল বুধবার সকালে নির্বাচনী কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারি আইডি কার্ডের তথ্য অনুযায়ী আমি দুই বছর আগেই মারা গেছি। কারণ অনলাইন সার্ভার আমাকে মৃত দেখাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে তার সমস্যা সমাধান করা হয়েছে। বিগত সময়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়ার সময় তথ্য সংগ্রহকারী হয়তো ভুল করেছেন। এসব ভুল সংশোধনের সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত