Ajker Patrika

বাংলাদেশের গণতন্ত্র ভুটানের চেয়ে শক্তিশালী: ভুটানের রাষ্ট্রদূত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
বাংলাদেশের গণতন্ত্র ভুটানের চেয়ে শক্তিশালী: ভুটানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভুটানের চেয়ে অনেক শক্তিশালী। ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। আমি আশা করি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে।’

আজ সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রাষ্ট্রদূত কুয়েনসিল আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এবং ভুটান বন্ধু দেশ। এ ছাড়াও আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে। 

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (ট্রেড) কেনচো থিনলে, কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত