Ajker Patrika

যোগ-বিয়োগ না বুঝে রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: মতিয়া চৌধুরী 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
যোগ-বিয়োগ না বুঝে রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: মতিয়া চৌধুরী 

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি যোগ-বিয়োগ বোঝে না এ জন্য তাঁরা দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনায় রিজার্ভ কিছুটা কমে গেলেও শেখ হাসিনা নতুন বই বিতরণ বন্ধ করেনি।’

আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার আমলে বিনা মূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দরতো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।’

মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করব। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকরিজীবী। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করব ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বিপ একসঙ্গে হাত ধরে হাঁটব এইটাই আমাদের শপথ।’

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মতিয়া চৌধুরীএর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত