নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি যোগ-বিয়োগ বোঝে না এ জন্য তাঁরা দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনায় রিজার্ভ কিছুটা কমে গেলেও শেখ হাসিনা নতুন বই বিতরণ বন্ধ করেনি।’
আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার আমলে বিনা মূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দরতো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।’
মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করব। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকরিজীবী। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করব ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বিপ একসঙ্গে হাত ধরে হাঁটব এইটাই আমাদের শপথ।’
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি যোগ-বিয়োগ বোঝে না এ জন্য তাঁরা দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনায় রিজার্ভ কিছুটা কমে গেলেও শেখ হাসিনা নতুন বই বিতরণ বন্ধ করেনি।’
আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার আমলে বিনা মূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দরতো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।’
মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করব। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকরিজীবী। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করব ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বিপ একসঙ্গে হাত ধরে হাঁটব এইটাই আমাদের শপথ।’
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
৪৩ মিনিট আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে