হর্টিকালচার সেন্টার এখন বিরানভূমি
থাকার কথা নানা ধরনের গাছপালা, হওয়ার কথা গবেষণা। কিন্তু সেখানে এখন বিরানভূমি। হয়েছে বখাটেদের নিরাপদ আশ্রয়স্থল। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এখানে আসে একান্তে সময় কাটাতে। চলে অসামাজিক কার্যকলাপ। গৌরীপুর হর্টিকালচার সেন্টারের এই অবস্থা। সরকারি এই প্রতিষ্ঠানটি এখন বেহাল অবস্থায় রয়েছে।