আরিফ আহম্মেদ, গৌরীপুর
গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে ফলন ভালোই হয়েছে। তবে চৈত্র মাসে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ। এ রোগে অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘২ বিঘা জমিতে ৫ মণ ধানও হয়নি। এতে করে আগামী ৬ মাস শুধু নিজেদের খাবার কিনে খেতে হবে তা নয়, বরং গরুগুলোকেও খড় কিনে খাওয়াতে হবে।’
বালুচড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘৯০ শতক জমি থেকে তিনি মাত্র ২ মণ ধান পেয়েছেন।
তবে ভাংনামারী ইউনিয়নের আলা উদ্দিন বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বেশি ধান পেয়েছি।’
ভাংনামারী ইউনিয়নের দুর্গাচড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘ফসল যেমনি হয়েছে, শ্রমিক সংকটে ভুগতে হয়েছে অনেক। প্রতি কাঠায় (১০ শতকে ১ কাঠা) ৮০০ থেকে ১০০০ টাকায় ধান কাটতে হয়েছে। তাও সময়মতো শ্রমিক পাওয়া যায়নি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি, ঝড় ও ব্লাস্ট রোগে এবার ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে এতে লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন, চলতি মৌসুমে হাইব্রিড ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে যাঁরা সময়মতো সার ও ওষুধ দিয়েছেন তাঁদের জমিতে রোগবালাই কম হয়েছে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৫০ ও উফশী ১৫ হাজার ৩৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬ হাজার ৩৩১ মেট্রিকটন।’
গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে ফলন ভালোই হয়েছে। তবে চৈত্র মাসে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ। এ রোগে অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘২ বিঘা জমিতে ৫ মণ ধানও হয়নি। এতে করে আগামী ৬ মাস শুধু নিজেদের খাবার কিনে খেতে হবে তা নয়, বরং গরুগুলোকেও খড় কিনে খাওয়াতে হবে।’
বালুচড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘৯০ শতক জমি থেকে তিনি মাত্র ২ মণ ধান পেয়েছেন।
তবে ভাংনামারী ইউনিয়নের আলা উদ্দিন বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বেশি ধান পেয়েছি।’
ভাংনামারী ইউনিয়নের দুর্গাচড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘ফসল যেমনি হয়েছে, শ্রমিক সংকটে ভুগতে হয়েছে অনেক। প্রতি কাঠায় (১০ শতকে ১ কাঠা) ৮০০ থেকে ১০০০ টাকায় ধান কাটতে হয়েছে। তাও সময়মতো শ্রমিক পাওয়া যায়নি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি, ঝড় ও ব্লাস্ট রোগে এবার ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে এতে লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন, চলতি মৌসুমে হাইব্রিড ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে যাঁরা সময়মতো সার ও ওষুধ দিয়েছেন তাঁদের জমিতে রোগবালাই কম হয়েছে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৫০ ও উফশী ১৫ হাজার ৩৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬ হাজার ৩৩১ মেট্রিকটন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫