মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সাগরে থাকা খুঁটি না তোলার দাবি
সাগরে জালপাতার জন্য কিছু দূর পরপর খুঁটি স্থাপন করেন জেলেরা। এই খুঁটি স্থাপন যেমন পরিশ্রমের কাজ, তেমনি ব্যয়বহুল। এ জন্য সাগর থেকে জাল তোলা হলেও খুঁটিগুলো তোলা হয় না। পরে আবার ওই খুঁটিতেই জাল পেতে মাছ ধরেন জেলেরা। এভাবেই চলে জেলেদের মাছ শিকার। সম্প্রতি সাগরে ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ফলে জ