Ajker Patrika

পৌর বিএনপির পাল্টাপাল্টি কমিটি, দলীয় অসন্তোষ চরমে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ০৯: ৩১
পৌর বিএনপির পাল্টাপাল্টি কমিটি, দলীয় অসন্তোষ চরমে

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের ওয়ার্ড কমিটি গঠনের পর এই কমিটির অনিয়মের অভিযোগ তুলে পাল্টা ওয়ার্ড কমিটি গঠন করেছেন একাংশের নেতা-কর্মীরা। এতে পাল্টাপাল্টি কমিটি গঠনে পৌর বিএনপির দলীয় কোন্দল চরমে উঠেছে।

বিএনপি নেতারা জানান, গত শনিবার রাতে পৌরসভা বিএনপির ৮টি ওয়ার্ডের কমিটি গঠন করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্যসচিব ছালে আহম্মদ। কমিটি গঠনের পর তা অনুমোদন দিয়ে আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়।

এতে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বাবুল, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মনিরুল কাদের সাইফুল, সাধারণ সম্পাদক মো. নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আলমগীর ইমরান, সাধারণ সম্পাদক মো. শামছু উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শহীদ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ডে মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. জামশেদ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মোস্তফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি সাজ্জাদ হোসেন রফিক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সোহাগ, ৯ নম্বর ওয়ার্ডে মো. বাহার উদ্দিনকে সভাপতি ও মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।

বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, পৌর আহ্বায়ক কমিটির নেতৃত্বে ওয়ার্ড কমিটি গঠনের পর তা নিয়ে তীব্র মতবিরোধের সৃষ্টি হয় বঞ্চিতদের মধ্যে। যার ফলে বঞ্চিতরা ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে গোপনে কমিটি গঠনের অভিযোগ তুলে পৌরসভার ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে ৭১ সদস্যের পাল্টা কমিটি গঠন করেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গত রোববার বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে পৌরসভা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলার পাশাপাশি পাল্টা কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য মোজাহের উদ্দিন আশরাফ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দীন আশরাফ, সদস্য শহীদুল্লাহ ভূঁইয়া, সদস্য খুরশীদ আলম, পৌরসভা যুবদলের সদস্যসচিব জিয়া উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ জিকু, সদস্যসচিব শাকিল ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ বলেন, ‘পৌরসভার কয়েকটি ওয়ার্ডে দলের কমিটি ঘোষণা করে বর্তমান আহ্বায়ক কমিটি। তবে ঘোষিত এসব কমিটি আহ্বায়ক সদস্যদের না জানিয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক না করে বাসায় বসে গঠন করা হয়েছে। তিনি এ ব্যাপারে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের আলোকে তা অনুমোদন না দিয়ে আটকে রেখেছে জেলা কমিটি।’

মোজাহের উদ্দিন আশরাফ আরও বলেন, ‘কমিটি গঠন নিয়ে ফেসবুকে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় আমিসহ বিএনপির আরও দুই নেতাকে শোকজ নোটিশ দিয়েছে পৌর আহ্বায়ক কমিটি। তাঁরা তিনজনেই বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে শোকজ নোটিশ দিয়েছে। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’

পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘পৌরসভায় গঠন করা ওয়ার্ড কমিটি নিয়ম মোতাবেক করা হয়েছে। এতে বঞ্চিত কিছু নেতা-কর্মী বিরোধিতা করছেন। তাঁরা বিষয়টি নিয়ে জেলা আহ্বায়ক কমিটি বরাবর অভিযোগ জমা দিয়েছেন।’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘পৌরসভা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের বেশ কয়েকটি অভিযোগ আমার কাছে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ পৌরসভা থেকে আনা কমিটিগুলো এখনো জেলা অনুমোদন দেয়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত