Ajker Patrika

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১০: ৫২
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে শংকর দাস (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, আগের স্ত্রী ও ছেলে-মেয়ের কথা গোপন রেখে প্রায় সাত মাস আগে ওই তরুণীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শংকর। গত শনিবার শংকর তরুণীকে নিয়ে ঘুরতে যান। এ সময় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার পর ওই তরুণী শংকরকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। পরে খোঁজ নিয়ে তাঁর আগের স্ত্রী ও সন্তানদের কথা জানতে পারেন তরুণী। মঙ্গলবার ওই তরুণীর সঙ্গে শংকর দেখা করতে গেলে তাঁকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল থেকে শংকরকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন জানান, এ ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শংকর দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গতকাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত