Ajker Patrika

পেট্রলপাম্প থেকে কোটি টাকার জেনারেটর চুরি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ০২
পেট্রলপাম্প থেকে কোটি টাকার জেনারেটর চুরি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পেট্রলপাম্প থেকে কোটি টাকা মূল্যের একটি জেনারেটর চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চোরাই চক্র জেনারেটরটি রাতের আঁধারে ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে একটি লোহার ডিপোতে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন পাম্প কর্তৃপক্ষ। ঘটনার পর পাম্প কর্তৃপক্ষ চুরি হওয়া জেনারেটর উদ্ধারে সীতাকুণ্ড থানায় অভিযোগে দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, গত বুধবার সীতাকুণ্ডের ভাটিয়ারি সী গোল্ড পেট্রলপাম্প থেকে একদল চোরাই চক্র রাতের আঁধারে ক্রেন দিয়ে উঠিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক জেনারেটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর পাম্প মালিক আল আমিন পারভেজ দীপ্ত চোরাই জেনারেটর উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকার মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ আলীর ডিপোতে চুরিকৃত জেনারেটর ও মালামালের সন্ধান পান তিনি। সন্ধান পরবর্তীতে পাম্প থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার ও চোরাই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানায় হাজির হন পাম্প মালিক আল আমিন পারভেজ দীপ্ত।

পাম্প মালিক আল-আমিন পারভেজ দীপ্ত জানান, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনা অনুসারে বৈদ্যুতিক জেনারেটর চুরির ঘটনার সঙ্গে জড়িত সিরাজুল ইসলাম ইয়াকুব কায়সার বাপ্পি মানিক ও রাসেলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পেট্রল পাম্পের মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। দুটি পক্ষ চুরির অভিযোগ ওঠা জেনারেটরটির মালিকানা দাবি করছেন। বিষয়টির সত্যতা নিশ্চিতে তদন্তকাজ চলমান রয়েছে। তদন্ত পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত