Ajker Patrika

টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, থানায় মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযুক্ত মো. ফরিদ শেখের (৫২) বিরুদ্ধে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির মা। 

অভিযুক্ত ফরিদ শেখ বাগেরহাটের চিতলমারী থানার বরবরি ইউনিয়নের গুনি হেকমত এলাকার মৃত হেকমত শেখের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে পৌর সদরের সোবহানবাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে আইসক্রিম খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে টাকা নেয় শিশুটি। টাকা নিয়ে সোবহানাবাগ এলাকার শিবলুর দোকানে গিয়ে আইসক্রিম কিনে। ফেরার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাসায় ডেকে নিয়ে যান ফরিদ শেখ। বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। 

ঘটনার পর শিশুটি কান্না করতে করতে নিজ বাসায় ফিরে আসে। এ সময় তার মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সব ঘটনা খুলে বলে। এর আগে আরও একবার খেলার কথা বলে বাসায় ডেকে তাকে ব্যথা দিয়েছে বলেও জানায় শিশুটি। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত