Ajker Patrika

সীতাকুণ্ডে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ২০: ১৯
সীতাকুণ্ডে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কলেজছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত যুবক রবিউল হাসান (২২), তাঁর বাবা শফিউল আলমসহ (৫৫) চারজনকে আসামি করা হয়েছে। 

তবে অভিযুক্ত যুবক রবিউল হাসানের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কলেজছাত্রী তাদের ছেলের সঙ্গে পালিয়েছে। 

মামলার বাদী আলাউদ্দীন বলেন, ‘কলেজে যাওয়ার পথে রবিউল হাসান বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে আমার মেয়েকে প্রায়ই পথ আটকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় উত্ত্যক্তের পাশাপাশি অপহরণ করার হুমকি দেয়। ৭ মে কেনাকাটার জন্য সীতাকুণ্ডে যাওয়ার পথে রবিউল হাসানসহ উল্লিখিত আসামিরা আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে মেয়ের চিন্তায় আমি ও আমার পুরো পরিবার নিদ্রাহীন দিনযাপন করছে।’ 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত