প্রথমে নিখোঁজ, পরে লাশ শনাক্ত, অতঃপর এল ‘মৃত’ সজনীর ফোন
প্রথমে সজনী খাতুন নিখোঁজ ছিলেন। এরপর হলো থানা–পুলিশ। পরিবারের লোকেরা এক অজ্ঞাত মরদেহকে সজনীর বলে শনাক্তও করলেন। স্বামীকে আটক করল পুলিশ। কিন্তু ময়নাতদন্তের পর মরদেহ এনে বাড়িতে রাখার পরই মোবাইলে এল ‘জীবিত’ সজনীর কল। তিনি জানালেন, মরেননি, বেঁচে আছেন! পরিবারসূত্রে জানা গেছে, ভালোবাসার মানুষের সঙ্গে পালি