Ajker Patrika

আওয়ামী লীগ নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৪
আওয়ামী লীগ নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রামে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষ মালিথা বংশের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও এক ইউপি সদস্যসহ ১৬ জনের নামে পৃথকভাবে থানায় অভিযোগ দিয়েছে চাঁদগ্রাম মধ্যপাড়ার চার ক্ষতিগ্রস্ত পরিবার। গত শুক্রবার সন্ধ্যায় অভিযোগগুলো দায়ের করেন চাঁদগ্রামের শেফালী খাতুন, শিল্পী খাতুন, সিমা খাতুন ও ছকিনা খাতুন।

লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে অভিযোগপত্রে চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির (৫৮), ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মণ্ডল বংশের এনামুল হক মণ্ডলসহ (৫৫) ওই গ্রামের ১৬ জনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মণ্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক মণ্ডলের নেতৃত্বে ১৮,১৯, ২১ ও ২২ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করে টাকা, প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার, ফ্রিজ, ফ্যান, ধান,৬টি গরু, ঘরের কাঠ ও স্টিলের সমস্ত আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

অভিযোগকারী শেফালী খাতুন বলেন, ‘অভিযুক্তরা আমার বাড়িতে হামলা করে ৩ লাখ টাকা মূল্যের আসবাবপত্র লুটপাট করেছে। এ ছাড়া ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গয়না লুট করে নিয়ে যায়।’

ইউপি সদস্য ও মণ্ডল গোষ্ঠীর এনামুল হক মণ্ডল বলেন, ‘আমি ও আমাদের কেউ লুটপাটে জড়িত নই। লুটপাট করছে চণ্ডীপুরের লোক।’

চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির জানান, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। মধ্যপাড়ায় লুটপাটের ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন সাত স্থানে দায়িত্ব পালন করছে। এর মধ্যে গরু, ছাগল, মালপত্র নিয়ে যাবে কোথায়?

দুই একটি ঘটনা চরপাড়ায় হয়েছে শুনেছি। তা ছাড়া শুক্রবার পর্যন্ত লুটপাটের ঘটনা আমার জানা মতে ঘটেনি। গ্রামের সব মানুষ আমাদের নয়। তৃতীয় পক্ষ এ ঘটনার সুযোগ নিচ্ছে।’

চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘অন্তত ৫০টি পরিবার বাড়িছাড়া। ১৮ ফেব্রুয়ারি থেকে মালিথা ও প্রামাণিক বংশ ও তাদের অনুসারীরা সাধারণ মানুষের বাড়িতে লুটপাট শুরু হয়। ওই গ্রামে ৩৫ থেকে ৪০টি বাড়িতে লুটপাট করা হয়েছে।’

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া গ্রামে গত ১৮ ফেব্রুয়ারি প্রতিপক্ষের গুলিতে সিদ্দিকুর রহমান মণ্ডল নিহত হন। এ ঘটনায় পর দিন মামলা হয়। হত্যাকাণ্ড ও মামলার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পরে ৪০ থেকে ৫০টি পরিবার। এ সুযোগে লুটপাটের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত