Ajker Patrika

ভেড়ামারায় হাতুড়ি পেটায় আহত ৪

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৭
ভেড়ামারায় হাতুড়ি পেটায় আহত ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ কিশোরকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় বাহাদুরপুর ইউনিয়নের রায়টা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলো সম্রাট (১৩), সাদ্দাম (১৫), রাহান (১৫) ও রতন (১৪)। তারা সবাই রায়টা নতুনপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আহত কিশোরেরা তাদের বন্ধু সজিবকে ডাক্তার দেখাতে ভ্যানে করে রায়টা বাজারে নিয়ে যাচ্ছিল। পথেই ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত হাতুড়ি ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর হামলা করে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে সম্রাটের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আহত রতনের বাবা ও বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা একটু সুস্থ হলেই থানায় মামলা করব।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত