Ajker Patrika

আ.লীগ নেতার হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আ.লীগ নেতার হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম

কুষ্টিয়ার ভেড়ামারার আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডলের (৫২) হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সময়ের মধ্যে জড়িতদের পুলিশ গ্রেপ্তার না করলে আগামীকাল শনিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

ভেড়ামারা প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিদ্দিকুর রহমানের মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেখানে নেতারা এই আলটিমেটাম দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চুনু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, চাঁদগ্রাম ইউনিয়নের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান করে বলছি, যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আওয়ামী লীগ এমন কঠিন কর্মসূচি দেবে পুলিশ প্রশাসন আমাদের তখন দায়ী করতে পারবে না।’

শামিমুল ছানা আরও বলেন, ‘নিহত সিদ্দিকুর রহমানের পরিবার যাদের দায়ী করে নাম বলেছে, তাদের ধরতে হবে। এর অন্যথা হলে, সে যেই দলমতের হোক না কেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে।’ 

এর আগে বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ ভেড়ামারা শহরের মানববন্ধন ও সমাবেশস্থলে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, নিহত সিদ্দিকুর রহমান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত