যশোরে প্রতারণা: ‘ওরা সব টাকা তুলে নেছে, এখন খাব কী’
যশোরের মনিরামপুরের পলাশী গ্রামের তাসলিমা বেগম। অভাবের তাড়নায় রোদে পুড়ে ৪০ দিনের কর্মসূচির কাজের শ্রমিক হয়ে মাটি কাটার কাজ করেছেন। আশা ছিল, মজুরির টাকা পেয়ে খাবার কিনবেন, ঈদে কিনবেন ছেলের জন্য নতুন জামা। কাজের মজুরি ৬ হাজার ৪০ টাকা নগদ অ্যাকাউন্টে ঢোকার