Ajker Patrika

মনিরামপুরে পুলিশের ২ কর্মকর্তাকে প্রত্যাহার

মনিরামপুরে পুলিশের ২ কর্মকর্তাকে প্রত্যাহার

যশোর মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার যশোর পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন তারা। কর্মকর্তারা হলেন–উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন। 

মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কি কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে তা জানাননি। 

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জুন রাতে উপজেলার গৌরীপুর গ্রামে হাসিবুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাত করে মুরাদ হোসেন নামে স্থানীয় আরেক যুবক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান। এ সময় স্থানীয়রা মুরাদকে ছুরিসহ পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ মামলা না দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। 

ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে হাসিবুর রহমানের বাবা শফিকুল ইসলামকে নানা রকম হুমকি–ধামকি অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৮ জুন যশোর আদালতে দুই কর্মকর্তাসহ ও ছুরিকাঘাতকারী মুরাদকে অভিযুক্ত করে একটি মামলা করেন শফিকুল ইসলাম। ওই মামলার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে একটি সূত্র জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত