যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক রাস্তার পাশের চালের মিলের প্রধান ফটকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামের এক ব্যক্তি। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে চালকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
নিহত বিজয় মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। চালক হৃদয় শেখ হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আর ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের আসনে থাকা বিজয় মারা যান। ট্রাকের ভেতরে থাকা দুজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে লাশ উদ্ধার করে।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি ট্রাকের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। হেলপার ট্রাক চালাচ্ছিলেন। ফাঁকা সড়কে ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়েছেন। চাতালের গেটে ধাক্কা দেওয়ায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। পরে ট্রাক কেটে হেলপারের লাশ উদ্ধার করেছি। আমরা পৌঁছানোর আগে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে মূল চালককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’
যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক রাস্তার পাশের চালের মিলের প্রধান ফটকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামের এক ব্যক্তি। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে চালকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
নিহত বিজয় মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। চালক হৃদয় শেখ হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আর ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের আসনে থাকা বিজয় মারা যান। ট্রাকের ভেতরে থাকা দুজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে লাশ উদ্ধার করে।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি ট্রাকের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। হেলপার ট্রাক চালাচ্ছিলেন। ফাঁকা সড়কে ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়েছেন। চাতালের গেটে ধাক্কা দেওয়ায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। পরে ট্রাক কেটে হেলপারের লাশ উদ্ধার করেছি। আমরা পৌঁছানোর আগে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে মূল চালককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৩ মিনিট আগে