যশোরের মনিরামপুরের গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা গত ১৭ মে ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। এরপর থেকে প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ রয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয়টিতে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। কয়েকজন শিক্ষককে অফিসকক্ষে বসে থাকতে দেখা গেছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, ১৭ মে রাতের ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের টিনের চালা উড়ে গেছে। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে সহায়তা চেয়ে আবেদন দেওয়া হয়েছে। এখনো কোনো সহযোগিতা পাননি তাঁরা।
চাল উড়ে যাওয়ায় শ্রেণিকক্ষে বসার কোনো পরিবেশ নেই। এ কারণে এক সপ্তাহের জন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকেরা। তাঁরা বলেন, ‘শিক্ষকেরা টাকা দিয়ে টিন কিনে শ্রেণিকক্ষ ঠিক করার চেষ্টা করছি। আগামী রোববার থেকে নিয়মিত ক্লাস করাতে পারব বলে আশা করছি।’
চাল উড়ে যাওয়ায় পাঠদান বন্ধ রাখার বিষয়ে বিদ্যালয়টির পক্ষ থেকে ইউএনও বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কোনো তথ্য জানানো হয়নি বলে জানা গেছে।
গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম রায় বলেন, ‘ঝড়ের পর দু-এক দিন শিক্ষার্থীরা এসেছিল। চাল মেরামত কাজ চলার কারণে ক্লাস নেওয়া যাচ্ছে না। আগামী রোববার থেকে ক্লাস শুরু করার আশা আছে। পাঠদান বন্ধ রাখার বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়নি।’
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘ঝড়ে গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের চালা উড়ে যাওয়ার বিষয়টি আমার জানা আছে। চাল উড়ে গেলেও বিকল্পভাবে ক্লাস চালু রাখার কথা। শিক্ষকেরা যে পাঠদান পুরোপুরি বন্ধ রেখেছে তা আমার জানা নেই।’
এদিকে, ১৭ মে রাতের ঝড়ে উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের চালা উড়ে যায়। তবে, কর্তৃপক্ষ বিদ্যালয়ের বারান্দায় পাঠদান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
ওই ঘূর্ণিঝড়ে উপজেলার মনোহরপুর বালিকা বিদ্যালয়, টুনিয়াঘরা আলিম মাদ্রাসা, জামজামি দাখিল মাদ্রাসা ও কামালপুর দাখিল মাদ্রাসার চাল উড়ে গেছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান নিজ খরচে তা মেরামত করে নিয়েছে বলে জানা গেছে।
মনিরামপুরের ইউএনও জাকির হোসেন বলেন, ‘ঝড়ে পাঁচ-ছয়টি শিক্ষা-প্রতিষ্ঠানের ভবনের চালা উড়ে যাওয়ার খবর পেয়েছি। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সহায়তার জন্য আবেদন করা হয়েছে। এসব আবেদন জেলা প্রশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
যশোরের মনিরামপুরের গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা গত ১৭ মে ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। এরপর থেকে প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ রয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয়টিতে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। কয়েকজন শিক্ষককে অফিসকক্ষে বসে থাকতে দেখা গেছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, ১৭ মে রাতের ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের টিনের চালা উড়ে গেছে। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে সহায়তা চেয়ে আবেদন দেওয়া হয়েছে। এখনো কোনো সহযোগিতা পাননি তাঁরা।
চাল উড়ে যাওয়ায় শ্রেণিকক্ষে বসার কোনো পরিবেশ নেই। এ কারণে এক সপ্তাহের জন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকেরা। তাঁরা বলেন, ‘শিক্ষকেরা টাকা দিয়ে টিন কিনে শ্রেণিকক্ষ ঠিক করার চেষ্টা করছি। আগামী রোববার থেকে নিয়মিত ক্লাস করাতে পারব বলে আশা করছি।’
চাল উড়ে যাওয়ায় পাঠদান বন্ধ রাখার বিষয়ে বিদ্যালয়টির পক্ষ থেকে ইউএনও বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কোনো তথ্য জানানো হয়নি বলে জানা গেছে।
গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম রায় বলেন, ‘ঝড়ের পর দু-এক দিন শিক্ষার্থীরা এসেছিল। চাল মেরামত কাজ চলার কারণে ক্লাস নেওয়া যাচ্ছে না। আগামী রোববার থেকে ক্লাস শুরু করার আশা আছে। পাঠদান বন্ধ রাখার বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়নি।’
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘ঝড়ে গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের চালা উড়ে যাওয়ার বিষয়টি আমার জানা আছে। চাল উড়ে গেলেও বিকল্পভাবে ক্লাস চালু রাখার কথা। শিক্ষকেরা যে পাঠদান পুরোপুরি বন্ধ রেখেছে তা আমার জানা নেই।’
এদিকে, ১৭ মে রাতের ঝড়ে উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের চালা উড়ে যায়। তবে, কর্তৃপক্ষ বিদ্যালয়ের বারান্দায় পাঠদান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
ওই ঘূর্ণিঝড়ে উপজেলার মনোহরপুর বালিকা বিদ্যালয়, টুনিয়াঘরা আলিম মাদ্রাসা, জামজামি দাখিল মাদ্রাসা ও কামালপুর দাখিল মাদ্রাসার চাল উড়ে গেছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান নিজ খরচে তা মেরামত করে নিয়েছে বলে জানা গেছে।
মনিরামপুরের ইউএনও জাকির হোসেন বলেন, ‘ঝড়ে পাঁচ-ছয়টি শিক্ষা-প্রতিষ্ঠানের ভবনের চালা উড়ে যাওয়ার খবর পেয়েছি। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সহায়তার জন্য আবেদন করা হয়েছে। এসব আবেদন জেলা প্রশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে