সোনা ফলা মাঠ এখন জলাভূমি
বছর দশেক আগেও রবিশস্য ফলেছে যেখানে, এখন সেখানে শস্য তো দূরের কথা শুষ্ক মৌসুমেও কোমর পানি। একটি খাল নিশ্চিহ্ন হওয়ায় পানি নিষ্কাশন না হতে পেরে ২০০ বিঘা জমি বিলে পরিণত হয়েছে। বলছি যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের কৈখালী মাঠের কথা।