Ajker Patrika

পৌরপার্কের পাড় ভেঙে নদীতে

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ৪১
পৌরপার্কের পাড় ভেঙে নদীতে

যশোরের ঝিকরগাছা পৌর শহরের কাটাখাল বঙ্গবন্ধু পার্কটির পাড় ভেঙে কপোতাক্ষে বিলীন হয়ে যাচ্ছে। ফলে পৌরসভার মধ্যে একমাত্র খোলাস্থান হওয়ায় শিশুদের কোলাহলে মুখরিত পার্কটিতে এখন ভয়ে আর কেউ আসতে চায় না।

জানা গেছে, ঝিকরগাছা পৌর সদরের কাটাখালে দুই পাশের স্লুইসগেট গেটের মাঝখানে দাঁড়িয়ে থাকা কপোতাক্ষ নদের তীরে বটগাছ ঘিরে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু পৌর পার্ক। এক যুগ আগে পৌরসভা কর্তৃপক্ষ স্থানটি বঙ্গবন্ধু পৌর পার্ক হিসেবে ঘোষণা দেয়। সে সময় স্লুইসগেট গেটের দুই পাশ ও বটগাছের গোড়া গোলাকৃতি করে কংক্রিটের ওপর স্টিলের পাইপ দিয়ে দৃষ্টি নন্দন করা হয়। আশপাশে আর কোনো খোলা জায়গা না থাকায় স্থানটিতে প্রতিদিন বিকেলে এবং ছুটির দিনে সারা দিন শিশুদের কোলাহল ছিল।

কিন্তু মাসখানেক আগে বটগাছের গোড়ার পশ্চিমাংশ ভেঙে নদে পড়েছে। এর পর থেকে শিশুরা সেখানে খেলতে যেতে পারছে না। শুধু শিশুরা না বয়স্করা এখানে অবসরে সময় কাটান। সারা বছর নানা সামাজিক ও মুক্তমনা মানুষের অনুষ্ঠান হয়ে থাকে পার্কটিতে। পাড় ভেঙে পড়ায় এখানে বাৎসরিক যেসব অনুষ্ঠান করা হয় তাঁরা চিন্তা পড়েছেন।

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ফারদিন হোসেন বলে, ‘আমাদের গ্রামে (কৃষ্ণনগর) খেলাধুলা করারা মতো আর কোনো খোলা জায়গা নেই। তাই এ পার্কে আসতাম খেলতে। কিন্তু পাড় ভাঙা ভয়ে আর আসছি না।’

ঝিকরগাছা সাহিত্য পরিষদের পরিচালক কবি সাইফুদ্দীন সাইফুল বলেন, ‘পৌর পার্কটি আমাদের মুক্ত বিচরণের স্থান। এখানে আমরা সাহিত্য সম্মেলনসহ নানা কর্মসূচি করি সারা বছর। শীত মৌসুমে এখানে নানা অনুষ্ঠান লেগে থাকে। তাই দ্রুত মেরামত না করলে এসব অনুষ্ঠান করা সম্ভব হবে না।’

ঝিকরগাছার পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে। পার্কের যে অংশ ভেঙে গেছে তা দেখাশোনার দায়িত্ব জেলা পরিষদের। তবে স্থানটি দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত