অসময়ের বৃষ্টিতে বীজ আলু নষ্ট
বৃষ্টি শেষ হলেও যশোরের ঝিকরগাছায় আলুচাষিদের শঙ্কা কাটেনি। অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় বপন করা বীজ আলু পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাঁদের। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যশোর বলছে বীজ আলু সহজেই পচনশীল। তিন দিন ধরে পানির নিচে থাকায় উপজেলার মাঠগুলোতে বপন করা অধিকাংশ বীজ আলু পচে গেছে