Ajker Patrika

২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১৩
২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

যশোরের ঝিকরগাছায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানাত বাতিল হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতজন এবং বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামানত বাজেয়াপ্ত হয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ময়েজুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সানোয়ার হোসেনের।

মাগুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে এম গিয়াস উদ্দিন, শিমুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান আশা, জাতীয় পার্টির আশরাফুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঝিকরগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ও নাভারণ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম জামানত হারিয়েছেন।

গদখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম, শফিউল্লাহ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ জামানত ফেরত পাবেন না।

পানিসারা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিনুর রহমান, নির্বাসখোরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী ও জাতীয় পাটির মিলন হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

হাজিরবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু রায়হান ও একই দলের শংকরপুরের প্রার্থী জামাল উদ্দিন এবং বাঁকড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল কবীর জামানত ফেরত পাওয়া মতো ভোট পাননি।

নির্বাচন কমিশনের তথ্য মতে, প্রাপ্তভোটের শতকরা ৮ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত