Ajker Patrika

কোনো কাজে আসে না সরকারি নলকূপটি

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ১২
কোনো কাজে আসে না সরকারি নলকূপটি

যশোরের ঝিকরগাছায় প্রায় লাখ টাকা ব্যয়ে স্থাপন করা একটি সরকারি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ কোনো উপকারে আসছে না সাধারণ মানুষের।

উপজেলার মিশ্রীদেয়াড়া বাজারে মোটরচালিত নলকূপটি বসিয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

কপোতাক্ষ নদের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি ভবনের আড়ালে বসানো হয়েছে নলকূপটি। ফলে আড়াল এবং যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কারও কোনো উপকারে আসছে না কলটি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রীদেয়াড়া বাজারের পশ্চিম পাশে কপোতাক্ষ নদের তীরে একটি দ্বিতল ভবনের আড়ালে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে। ভবনটির কারণে নলকূপটি যেমন দেখা যায় না তেমনি, সেখানে যাওয়ার ভালো কোনো পথও নেই।

আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলছেন, কয়েক মাস আগে এটি স্থাপন করা হয়েছে। ভালো যাতায়াত ব্যবস্থা নেই। এ ছাড়া একটি বাড়ির পেছনে স্থাপন করার কারণে কেউ এটি ব্যবহার করতে যাচ্ছে না। অনেকেই জানেনই না যে এখানে একটা আর্সেনিকমুক্ত গভীর নলকূপ রয়েছে।

বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী রুহুল কুদ্দুস বলেন, ‘নলকূপটি এমন জায়গায় বসানো হয়েছে যে, বাজারের লোকজনই সেটা ব্যবহার করতে পারছেন না। কলটি আড়ালে বসানোয় বাইরের মানুষ দূর থেকে দেখতে পান না। তাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নলকূপটি। ওখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলে।’

মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিত্যক্ত জায়গায় নলকূপটি বসানো ঠিক হয়নি।’ গভীর নলকূপটি বসানোর জন্য এই স্থান নির্ধারণ করে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটা আমি করিনি। আমার জানা নেই। তবে এটা জনসাধারণের ব্যবহার করার জন্য ব্যবস্থা করব।’

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী অন্তরা সরকার বলেন, ‘একটি গভীর নলকূপ বসাতে সরকারের ৭০-৮০ হাজার টাকা খরচ হয়। কমপক্ষে ১০টি পরিবার একটি নলকূপ ব্যবহার করবেন। পরিত্যক্ত জায়গায় নলকূপ বসানো যাবে না।’

উপসহকারী প্রকৌশলী বলেন, ‘নলকূপ বসানো জায়গা সাংসদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা নির্ধারণ করে দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত