মৃত্যুর আগে শিশুসন্তানকে দেখার ইচ্ছাও পূরণ হয়নি ইয়াসিনের
ইয়াসিন আরাফাত ইফতার করতে বাড়ি ফিরবেন বলে স্ত্রী রুমী আক্তার ফারজানাকে জানিয়েছিলেন। মোবাইল ফোনে এই কথা হওয়ার কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, পাশের বাড়ির গ্যাসের আগুনে আরাফাত দগ্ধ হয়েছেন। এর পর থেকে প্রায় সারা রাত এক মাসের শিশুসন্তানকে নিয়ে শাশুড়ির হাত ধরে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন ফারজানা।