Ajker Patrika

সরকারব্যবস্থায় রাজনীতিকদের অংশগ্রহণ কমছে, খুলনায় আলোচনা সভায় বক্তারা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩: ০৯
সরকারব্যবস্থায় রাজনীতিকদের অংশগ্রহণ কমছে, খুলনায় আলোচনা সভায় বক্তারা

সংবিধানে জনগণ রাষ্ট্রের মালিক হলেও বাস্তবে এর প্রতিফলন নেই, বরং জনগণ প্রতিনিয়ত শোষণের শিকার হচ্ছে। সরকারব্যবস্থায় দিনে দিনে রাজনীতিকদের অংশগ্রহণ কমছে। বর্তমান সংসদ সদস্যদের ৮৫ শতাংশই ব্যবসায়ী। ফলে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটছে না। 

গতকাল সোমবার খুলনায় ‘নাগরিকদের কাছে রাষ্ট্রের জবাবদিহি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক আন্দোলন খুলনা ও সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা হয়।  
আলোচনা সভায় বক্তারা নাগরিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহি, কথা বলার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

নাগরিক আন্দোলন খুলনার সমন্বয়ক শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি রোবায়েত ফেরদৌস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত