স্ত্রী ও শ্যালক-শ্যালিকার নামে বিদ্যালয়ের জমি লিখে দিলেন সভাপতি
যশোরের মনিরামপুরের জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ শতক জমি স্ত্রী, শ্যালক ও শ্যালিকা নামে নিবন্ধন করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামানের বিরুদ্ধে। ওই জমিতে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে এখন ৭টি দোকান ঘর নির্মাণ করছেন সভাপতি।