ফারদিন হত্যা: আলোচনায় স্থানীয় ইউপি মেম্বার ও দুই নারী
আমি নিজের ইচ্ছায় মাদক ব্যবসা করি না। আমাকে জোর করে বজলু মেম্বার মাদক বিক্রি করায়। আমি তাঁর ভয়ে একবার পালিয়েছিলাম, সে ধরে এনে আমাকে মারধর করেছে। রায়হান, শাহীন আমাকে রাস্তায় ফেলে মেরেছে। মাদক ব্যবসা না করলে এলাকা ছেড়ে দিতে বলেছে।